মতলব উত্তর সাবেক উপজেলা চেয়ারম্যান মনজুর আহমদের মায়ের দাফন সম্পন্ন

প্রকাশিত : ২৮ জানুয়ারি ২০২১

 মো. দ্বীন ইসলাম :
মতলব উত্তর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও চাঁদপুর জেলা আ’লীগের সহ-সভাপতি মনজুর আহমদের মায়ের দাফন সম্পন্ন করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ জানুয়ারী) বাদ জোহর ঢাকার আজিমপুরে ১ম জানাযা এবং বাদ মাগরিব মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের হাজী মাইন উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে ২য় জানাযা শেষে পারিবারিক গোরস্থানে তাঁকে সমাহিত করা হয়।

জানাযার নামাজের পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, মরহুমার ছেলে মতলব উত্তর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মনজুর আহমদ, চাঁদপুর বারের সাবেক পিপি এ্যাড. জহিরুল ইসলাম, চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মিয়া মো. জাহাঙ্গীর, চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এ্যাড. জসিম পাটোয়ারী, ইউপি চেয়ারম্যান নুর মোহাম্মদ প্রমুখ।

জানাযায় উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী, ব্যারিস্টার জুয়েল সরকার, উপজেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাক গাজী ইলিয়াছুর রহমান, শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম মাস্টার, ধনাগোদা পানি ব্যবস্থাপনা ফেডারেশনের সাধারণ সম্পাদক সরকার আলাউদ্দিন, সাবেক ইউপি চেয়ারম্যান আল আমিন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার গোলাম মোস্তফা রতন, উপজেলা যুুবলীগের যুগ্ম সম্পাদক শাখাওয়াত হোসেন মুকুল সরকার, প্রধান শিক্ষক যথাক্রমে মনসুর আহমদ, দলিল উদ্দিন, একেএম তাজুল ইসলাম, মিজানুর রহমান, মনিরুল হক পাটোয়ারী, সরকার মো. শাহ আলম, সাবেক কমিশনার আবু জাফর ডালিম সরকার, ফরাজীকান্দি ইউনিয়ন আ’লীগের সহ-সভাপতি জসিম উদ্দিন মুন্সি ও হেলাল উদ্দিন সরকার, আ’লীগ নেতা কামাল হোসেন গাজী, উপজেলা যুবলীগ নেতা শরীফ হোসেন, মতলব উত্তর উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক আব্দুর রব প্রধান, চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রিয়াদুর আলম, সদস্য নিয়াজ মোর্শেদ ছোটন, ছেংগারচর পৌর ছাত্রলীগের সহ-সভাপতি ইয়াছিন খান, সাধারণ সম্পাদক ইমরান হোসেন, ফরাজীকান্দি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান সবুজ, ইউপি সদস্য মাহবুব আলম মিস্টার, সালাউদ্দিন’সহ বিভিন্ন এলাকা থেকে গন্যমাণ্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জানাযা পড়ান মাওলানা সালাউদ্দিন এবং দোয়া পরিচালনা করেন নেদায়ে ইসলাম মহিলা মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আহমদ উল্যাহ।

উল্লেখ্য, মনজুর আহমেদের মা বেগম ফয়জুন্নেছা ২৮ জানুয়ারী বৃহস্পতিবার বার্ধক্য জনিত কারনে ঢাকার ল্যাব এইড হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নানিল্লাহ….রাজেউন)। মৃত্যুকালে তিনি স্বামী, চার ছেলে, দুই মেয়ে’সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

আপনার মতামত লিখুন :