আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায়
চাঁদপুর জেলার শ্রেষ্ঠ ওসি মতলব উত্তরের নাসির উদ্দিন মৃধা
প্রকাশিত : ১৩ জানুয়ারি ২০২১

চাঁদপুর জেলার মতলব উত্তর থানা এলাকার আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন মৃধাকে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসাবে সম্মাননা প্রদান করা হয়েছে।
চাঁদপুর জেলার মধ্যে মতলব থানায ২০২০ সালে মাদক, অস্ত্র, ওয়ারেন্ট তামিলসহ অপরাধ দমনে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন।
বুধবার (১৩ জানুয়ারী) চাঁদপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ে মাসিক অপরাধ দমন সভায় জেলা পুলিশ সুপার মাহবুবুর রহমান পিপিএম (বার) জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নাসির উদ্দিন মৃধার হাতে সম্মাননা পুরস্কারটি তুলে দেন।
এদিকে চাঁদপুর জেলার শ্রেষ্ঠ থানা হিসেবে নির্বাচিত হয়েছে মতলব উত্তর থানা। জানা গেছে, ওসি মো. নাসির উদ্দিন মৃধা অপরাধ দমনের পাশাপাশি সামাজিক কর্মকান্ড, কমিউনিটি পুলিশিং কমিটির মাধ্যমে সেবা প্রদান ও করোনাকালীন সময়ে বিশেষ সেবা প্রদান করেছেন জনগণকে। স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে ব্যাপক প্রচারণা করেছেন এবং বহু মানুষের মাঝে বিনামূল্যে মাস্ক দিয়েছেন ওসি নাসির উদ্দিন মৃধা।