ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০২১

বাগানবাড়ি ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোজাম্মেল হক রনি

প্রকাশিত : ১১ জানুয়ারি ২০২১

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ২নং বাগানবাড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করবেন সমাজসেবক মোজাম্মেল হক রনি। চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হলে তিনি মাদক, সন্ত্রাসমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলতে চান। নির্বাচন প্রসঙ্গে মুঠোফোনে সাংবাদিকদের সাথে এসব কথা বলেন তিনি।

  • মোজাম্মেল হক রনি বলেন, আমি নির্বাচনে অংশ গ্রহণ করবো। আমি আশাবাদী আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত হয়ে এলাকার মানুষের জন্য কাজ করবো।
    এজন্য আগে থেকেই নির্বাচনে অংশ গ্রহণের প্রস্তুতি নিয়েছি। এলাকার মানুষের বিপদে আপদে সবসময় পাশে ছিলাম, আছি, এবং থাকবো।
  • মোজাম্মেল হক রনি আরো বলেন, আমি দীর্ঘদিন ধরেই এলাকার মানুষের উন্নয়নে কাজ করে যাচ্ছি। সাধারণ মানুষ আমাকে ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দেখতে চায় তাই আসন্ন নির্বাচনে অংশ গ্রহণের জন্য মন স্থীর করেছি। চেয়ারম্যান নির্বাচিত হই বা না হই যতদিন বেঁচে থাকবো মানুষের জন্য কাজ করবো।

উল্লেখ্য, মোজাম্মেল হক রনি চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ২নং বাগানবাড়ি ইউনিয়নের ৭নং ওয়ার্ডের খাগুরিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। মরহুম আ. খালেক বেপারীর ছেলে তিনি। ইতিমধ্যে তিনি এলাকার বিভিন্ন মসজিদ, মাদ্রাসায় অনুদান প্রদান করেছেন। সামাজিক কর্মকান্ডে নিজেকে জড়িয়ে রেখেছেন শৈশবকাল থেকেই।

আপনার মতামত লিখুন :