মতলব উত্তরের দশানী মোহনপুর উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ
প্রকাশিত : ১ জানুয়ারি ২০২১

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সারা দেশের ন্যায় মতলব উত্তরের দশানী মোহনপুর উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ ও উৎসব পালন করা হয়। শুক্রবার ১লা জানুয়ারী সকালে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে পাঠ্য পুস্তক বিতরণের মাধ্যমে বই উৎসব পালন করেন প্রতিষ্ঠানের সংশ্লিষ্টরা।
বিতরণ পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান শিক্ষক মনসুর আহমেদ বলেন, বছরের প্রথম দিন সব শিক্ষার্থীর হাতে নতুন বই তুুলে দেওয়া, বিশ্বের ইতিহাসে মাননীয় প্রধানমন্ত্রীর এক বিরল দৃষ্টান্ত। তিনি চান বিশ্বের দরবারে মাথা উচু করে দাঁড়াবে তার প্রিয় জন্মভূমি। শিক্ষা-দীক্ষায় আলোকিত মানুষ হয়ে পৃথিবীর সব প্রান্তের মানুষের সাথে সমমর্যাদায় কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াবে তার দেশের মানুষ।
এ সময় বিদ্যালয় সহকারী প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিক, সহকারী শিক্ষক মহসীন মিয়া, মাওলানা আবু সুফিয়ান, আ. কাদির, পার্বতী রানী দাশ’সহ ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, অভিভাবকবৃন্দ ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।