ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ইঞ্জি. রেজাউল করিম
প্রকাশিত : ১ জানুয়ারি ২০২১

ইংরেজি নতুন বছর ২০২১ উপলক্ষে ফরাজীকান্দি ইউনিয়ন’সহ মতলব উত্তরবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন ফরাজীকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ইঞ্জি. রেজাউল করিম।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ২০২০সাল আমাদের কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে অতিবাহিত করতে হয়েছে মহামারী করোনা ভাইরাসের কারণে। দেশ-বিদেশের বহু প্রিয়জন আক্রান্ত হয়েছেন, অনেকে মারাও গেছেন। তাই নতুন বছরে ভালো কিছুর আশা করতেই পারি সৃষ্টিকর্তার কাছে।
নতুনের আহ্বানে পুরাতন সব জঞ্জাল ধুয়ে মুছে নতুন সূর্যের আলোয় আলোকিত হবে আমাদের দেশ। নতুন বছর আমাদের সবার জীবনে আনুক অনাবিল সুখ, সমৃদ্ধি ও শান্তির বার্তা নিয়ে আসবে এই কামনা করি।