বাবা-মায়ের ৩২ বছর আলাদা থাকা নিয়ে মুখ খুললেন কারিনা

প্রকাশিত : ২২ ডিসেম্বর ২০২০

বলিউডের জনপ্রিয় তারকা কারিনা কাপুরের বাবা-মা ৩২ বছর ধরে আলাদা থাকছেন। এ নিয়ে এই প্রথম মুখ খুললেন কারিনা।  খবর হিন্দুস্তান টাইমসের।

এ বিষয়ে কারিনার এক সাক্ষাৎকারের বিস্তারিত জানিয়ে ভারতের গণমাধ্যম মিড ডে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে– ‘মা আমার সেরা বন্ধু। তবে বাবাকে অনেক শ্রদ্ধা করি এবং ভালোবাসি। 

ওই সাক্ষাৎকারে কারিনা বলেন, ‘আমার বাবা-মায়ের একটি সুন্দর সম্পর্ক রয়েছে। এটি জরুরি না যে, তাদের এক ছাদের নিচে একসঙ্গে থাকতে হবে। আমার বাবা-মাও তাই করেছেন। ছেলেবেলায় কারিশমা ও আমি বিষয়টি বুঝতে পেরেছি। প্রায় ৩৫ বছর ধরে দেখছি, বাবা-মা সব ব্যাপারেই আমাদের সঙ্গে রয়েছেন। যখন তাদের একসঙ্গে প্রয়োজন হয়, তখন তারা একসঙ্গে হয়েছেন। তবে তারা দিনের পর দিন একসঙ্গে থাকেননি।’ 

আপনার মতামত লিখুন :