মতলব উত্তর আ.লীগের আহ্বায়ক কমিটির সদস্য হলেন এ্যাড. সেলিম মিয়া

প্রকাশিত : ৭ ডিসেম্বর ২০২০

মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সম্মানিত সদস্য মনোনীত হয়েছেন চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি ও মতলব উত্তর উপজেলা ছাত্রলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এডভোকেট সেলিম মিয়া। বাংলাদেশ আওয়ামী লীগ, চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির ঘোষনা করে ১লা ডিসেম্বর আহ্বায়ক মিয়া মো. জাহাঙ্গীর আলম, যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম মাষ্টার, সরকার মো. আলাউদ্দিন ও মোখলেছুর রহমান মাষ্টারের নাম ঘোষনা করে জেলা আওয়ামী লীগ। ৩রা ডিসেম্বর আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য পদে ২৮ জনের নাম প্রকাশ করা হয়।

আপনার মতামত লিখুন :