যৌক্তিক দাবি পূরণে সমর্থন থাকবে –মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান
প্রকাশিত : ২৯ নভেম্বর ২০২০

মো. দ্বীন ইসলাম : বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদ চাঁদপুর সদর উপজেলা শাখার প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে অফিস সহকারীদের ব্যাপক উপস্থিতিতে গতকাল ২৭ নভেম্বর শুক্রবার সকাল সাড়ে ১০টায় চাঁদপুর লেডী দেহলভী বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের প্রথম অধিবেশনে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান। সুন্দর আয়োজনের জন্যে আয়োজকদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, আমি শিক্ষক পরিবারের সন্তান। এ পেশার সাথে জড়িত সকলকেই আমি খুব আপন মনে করি। অফিস সহকারী পদে যারা দায়িত্ব পালন করছেন তারাও খুব সম্মানিত। কর্মক্ষেত্রে কাউকেই ছোট বা অবজ্ঞা করা ঠিক হবে না। সকলকেই তার প্রাপ্য সম্মান দেয়া উচিত। অফিস সহকারী যদি কর্মদক্ষতাসম্পন্ন না হন তাহলে ওই প্রতিষ্ঠানের অগ্রগতি মসৃণ হবে না। তিনি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদের দাবি-দাওয়ার প্রেক্ষিতে বলেন, যে কোনো যৌক্তিক দাবি পূরণে আমার নীতিগত সমর্থন অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, যেখানে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ আপনাদের দাবির প্রতি একাত্ম ঘোষণা করেন সেক্ষেত্রে আপনাদের যৌক্তিক দাবি অবশ্যই পূরণ হবে বলে আমি বিশ্বাস করি। পেশাগত দায়িত্ব পালনে সকলকে আন্তরিক হওয়ার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, সকল শিক্ষা প্রতিষ্ঠানই যদি জাতীয়করণ করা যায় তাহলে শিক্ষা ক্ষেত্রে হয়তো কোনো বৈষম্য থাকবে না। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, একসময় হয়তো আমাদের সকল শিক্ষা প্রতিষ্ঠানই জাতীয়করণ হবে। বিদ্যালয়ের অফিস সহকারীদের কম্পিউটার প্রশিক্ষণের দাবির প্রেক্ষিতে উপজেলা পর্যায়ে যাতে সকল শিক্ষা প্রতিষ্ঠান থেকে অন্তত একজন করেও অফিস সহকারী প্রশিক্ষণ গ্রহণ করতে পারে সে ব্যাপারে তিনি প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণের আশ্বাস প্রদান করেন। প্রধান আলোচকের বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. ইলিয়াছ মিয়া। চাঁদপুর সদর উপজেলা শাখার সম্মেলন উদ্যাপন কমিটির আহ্বায়ক মো. আবুল কালাম মিজির সভাপ্রধানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আক্কাস আলী রেলওয়ে একাডেমী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গোফরান হোসেন, প্রধান শিক্ষক কল্যাণ সমিতি চাঁদপুর জেলা শাখার সভাপতি মো. আবুল কাসেম, পৌর শহীদ জাবেদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ওমর ফারুক, পুরাণবাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মজিবর রহমান, তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদ কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক মো. হাফিজুর রহমান, জেলা সভাপতি মো. খোরশেদ আলম কাজল প্রমুখ। কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কার্তিক সরকারের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন সম্মেলন উদ্যাপন কমিটির সদস্য সচিব মোঃ কামাল উদ্দিন মিয়া। অফিস সহকারীদের চাকুরি ক্ষেত্রে বৈষম্য দূরীকরণের লক্ষ্যে অফিস সহকারী জাকির হোসেনের রচিত গানে উপস্থিত সকলে আবেগপ্রবণ হয়ে পড়েন। বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদ চাকুরি ক্ষেত্রে বৈষম্য দূরীকরণের লক্ষ্যে সরকারি কর্মচারীর ন্যায় পদবী পরিবর্তনসহ বেতন গ্রেড-১০-এ উন্নীতকরণ, ২০১২ নীতিমালা বাস্তবায়নপূর্বক ম্যানেজিং/গভর্নিংবডি কমিটিতে প্রতিনিধি সদস্য হিসেবে অন্তর্ভুক্তকরণ, সরকারি বিধি মোতাবেক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থী কোটায় আবেদন করার সুযোগ প্রদান, কর্মদক্ষতা বৃদ্ধিকল্পে প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থাগ্রহণ করাসহ বিভিন্ন দাবি জানিয়ে আসছেন দীর্ঘদিন ধরে। তাদের এ সকল দাবি মেনে নেয়ার জন্যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপির সুদৃষ্টি কামনা করেন অতিথিবৃন্দ।