জাতীয় মানবাধিকার সমিতি ষাটনল ইউনিয়ন কার্যকরী কমিটি ঘোষণা

প্রকাশিত : ২৮ নভেম্বর ২০২০

বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার ষাটনল ইউনিয়ন কমিটি ঘোষণা করা হয়েছে। মো. হাবিবুর রহমান ফেরদাউস সভাপতি ও বশির আহমেদ সাধারণ সম্পাদক।

শনিবার সকালে বাংলাদেশ মানবাধিকার সমিতি মতলব উত্তর উপজেলা শাখার সভাপতি মো. শহিদ উল্লাহ প্রধান ও সাধারণ সম্পাদক কবি নূর মোহাম্মদ খান নবগঠিত ষাটনল ইউনিয়ন কার্যকরী কমিটির সভাপতি মো. হাবিবুর রহমান ফেরদৌস ও সাধারণ সম্পাদক বশির আহমদ এর নিকট কার্যকরী কমিটি অনুমোদন কপি তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন- চাঁদপুর জেলা সম্মিলিত মানবাধিকার পরিষদ এর সদস্য সচিব মো. বিপ্লব সরকার, মতলব উত্তর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির, যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল হাসান মিন্টু, ছেংগারচর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব সফিকুল ইসলাম, বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির ষাটনল শাখার প্রচার সম্পাদক মোহাম্মদ মাহফুজ মিয়াজী, ব্যবসায়ী মফিজুল ইসলাম প্রমুখ।

বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি ষাটনল ইউনিয়ন শাখার কার্যনির্বাহী কমিটি:

মো. হাবিবুর রহমান ফেরদাউস (সভাপতি), নজরুল ইসলাম বাবু (সিনিয়র সহ-সভাপতি), মো. জসিম দেওয়ান (সহ-সভাপতি), সালমা বেগম (সহ-সভাপতি), বশির আহমেদ (সাধারণ সম্পাদক), রিয়াদ হোসেন (যুগ্ম সাধারণ সম্পাদক), শাফায়াত হোসেন (যুগ্ম সাধারণ সম্পাদক), আরিফ মিয়াজী (সাংগঠনিক সম্পাদক), এনামুল হক অপু (সহ-সাংগঠনিক সম্পাদক), আবুল হাসেন বিদ্যুৎ (দপ্তর সম্পাদক), মাহফুজ মিয়াজী (প্রচার সম্পাদক), আশরাফুল ইসলাম (অর্থ সম্পাদক), আরমান হোসেন ইমরান (আইন বিষয়ক সম্পাদক), লুৎফর রহমান আখন্দ (ধর্ম বিষয়ক সম্পাদক), জাহানারা বেগম (মহিলা বিষয়ক সম্পাদক), শাহরিয়ার হাসান সবুজ (সাহিত্য ও প্রকাশনা সম্পাদক), কার্যকরী সদস্য সাংবাদিক জহিরুল হাসান মিন্টু, সৈয়দ আহমেদ, মো. মামুন ঢালী, মোহাম্মদ ইমাম হোসেন ও নিলুফা ইয়াসমিন।

আপনার মতামত লিখুন :