কোভিড-১৯ এর দ্বিতীয় ওয়েব মোকাবিলায় জনসচেতনতামূলক প্রচারণা

মোহনপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে মাস্ক ও লিফলেট বিতরণ

প্রকাশিত : ১৮ নভেম্বর ২০২০

মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে কোভিড-১৯ এর দ্বিতীয় ওয়েব মোকাবিলায় মাস্ক পরিধান নিশ্চিত করতে জনসচেতনতামূলক প্রচারণা করা হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) সকালে ইউনিয়ন পরিষদের কার্যালয়ের সামনে জনসচেতনতামূলক প্রচারণা উপলক্ষে র‌্যালী, মানববন্ধন, লিফলেট ও মাস্ক বিতরণ করা হয়।

চাঁদপুর জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খানের নির্দেশে ও ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সামছুল হক চৌধুরী বাবুলের নেতৃত্বে সকল ইউপি সদস্য জনসচেতনতামূলক প্রচারনায় অংশ গ্রহন করেন। এ সময় ইউপি সচিব মো. জসিম উদ্দিন মজুমদার, ইউপি সদস্য নুরুল হক, মো. হোসেন প্রমানীক’সহ সাধারণ মানুষও প্রচারনায় অংশ নেন।

জনসচেতনতামূূলক প্রচারনায় বক্তারা বলেন, মহামারি করোনা কোভিড-১৯ মোকাবেলায় সকলকে সচেতন হতে হবে। সরকারের নির্দেশ মোতাবেক সকল স্বাস্থ্যনীতি মেনে চলতে হবে। আমাদের সকলকে অবশ্য মাস্ক পরিধান করতে হবে।

আপনার মতামত লিখুন :