ফরাজীকান্দি ইউনিয়ন শ্রমিকলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে
সাধারণ সম্পাদক পদে ইউনুস দেওয়ান কে দেখতে চায় তৃনমূলের নেতৃবৃন্দ
প্রকাশিত : ১২ নভেম্বর ২০২০

মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়ন শ্রমিকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন ১৩ নভেম্বর অনুষ্ঠিত হবে। সম্মেলনকে কেন্দ্র করে নেতাকর্মীদের ব্যাপক আনন্দ বিরাজ করছে। চায়ের টেবিল থেকে শুরু করে হাটে-বাজারে আলোচনার কেন্দ্রবিন্দু সম্মেলনকে ঘিরে।
গ্রামে তৃনমূলের কর্মীদের আলোচনায় এগিয়ে আছেন শ্রমিকলীগের তৃনমূলের নেতা হিসেবে পরিচিত মো. ইউনুস দেওয়ান।
তিনি আওয়ামীলীগ পরিবারের একজন সন্তান। শৈশব কাল থেকে আওয়ামীলীগ এর একনিষ্ট কর্মী ও সবর্জন গ্রহনযোগ্য ব্যক্তি হিসেবে পরিচিত। তাঁর পিতা মরহুম জলিল দেওয়ান দীর্ঘদিন সুনামের সাথে ফরাজীকান্দি ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন। ত্যাগী ও দুঃসময়ের কর্মী হিসেবেই উনাকে প্রাধান্য দিচ্ছেন দলেন নেতাকর্মীরা।
মো. ইউনুস দেওয়ান বলেন, ফরাজীকান্দি ইউনিয়ন শ্রমিকলীগের এর ত্রি-বার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে আনন্দ উদ্দীপনা বিরাজ করছে। সম্মেলনে আমি তৃনমূল কর্মীদের প্রতিনিধি হিসেবে সাধারণ সম্পাদক পদপ্রার্থী। আমি জাতির জনকের আদর্শে উদ্বুদ্ধ হয়ে শৈশব কাল থেকে আওয়ামী লীগের নির্বাচন সহ সকল রাজনৈতিক কর্মকান্ডের সঙ্গে সম্পৃক্ত ছিলাম ও এখনো আছি।
তিনি আরো বলেন, আমি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক বঙ্গবন্ধুর স্বপ্ন বুকে ধারণ করে চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ¦ এ্যাড. নুরুল আমিন রুহুল ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুসের এর হাতকে শক্তিশালী করতে যেকোনো পদক্ষেপ নিতে কখনই পিছপা হব না বলেও প্রতিশ্রুতি দেন এই শ্রমিকলীগ নেতা।