‘আমাদের ছেলে ঘরে ফিরেছে’
প্রকাশিত : ২৮ অক্টোবর ২০২০

জুয়াড়িদের কাছ থেকে ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েও তা গোপন করায় এক বছর নিষিদ্ধ হন দেশসেরা ক্রিকেটার সাকিব আল হাসান। তার সেই নিষেধাজ্ঞা আগামীকাল উঠে যাচ্ছে। আগামীকাল থেকে ফের পেশাদার ক্রিকেট খেলতে পারবেন একসময়ের এ বিশ্বসেরা অলরাউন্ডার।
সাকিব নিষিদ্ধ হওয়ার পর তার পরিবর্তে জাতীয় দলের টি-টোয়েন্টি অধিনায়কের দায়িত্ব দেয়া হয় মাহমুদউল্লাহ রিয়াদকে।
সাকিবের ফেরা প্রসঙ্গে ক্রিকইনফোকে রিয়াদ বলেছেন, আমাদের ঘরের ছেলে ঘরে ফিরছে। আমরা খুবই খুশি। আমরা জানি, বাংলাদেশ ক্রিকেট দলের জন্য বহু বছর ধরে সাকিব সেরা খেলোয়াড়। সাজঘরে তার ফেরার অধীর অপেক্ষায় ছিলাম আমরা। এটি জেনে ভালো লাগল যে, তাকে আমরা সাজঘরে আবার দেখতে পাব। তার সঙ্গে গল্প করব ও সময় কাটাব।
মাহমুদউল্লাহ রিয়াদ আরও বলেন, সাকিব একজন ম্যাচজয়ী খেলোয়াড়। ছন্দে ফিরতে তিনি বেশি সময় নেবেন না। আমার বিশ্বাস মাঠে নামার পরেই তিনি ছন্দ ফিরে পাবেন। তার অনুপস্থিতিতে জাতীয় দলে যে শূন্যতা তৈরি হয়েছে, তা আবার পূরণ হয়ে যাবে। ব্যাটে-বলে তিনি সবসময় গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন।