মতলব উত্তরে সরকারি কর্মচারী কল্যাণ সমিতির ক্লাব নির্মানের দাবী চেয়ারম্যানের কাছে

প্রকাশিত : ১৪ অক্টোবর ২০২০

চাঁদপুরের মতলব উত্তর উপজেলা সরকারি কর্মচারী কল্যাণ সমিতির জন্য একটি স্থায়ী ক্লাব নির্মাণ করে দেওয়ার দাবীতে উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস এর কাছে দরখাস্ত দাখিল করেছেন সংগঠনের নেতৃবৃন্দ।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকালে চেয়ারম্যানের কার্যালয়ে দরখাস্তটি চেয়ারম্যানের হাতে তুলে দেন।

এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস তাদের দাবীর প্রেক্ষিতে বলেন, সরকারি প্রতিটি দপ্তরেই তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারী রয়েছেন।

সেবা গ্রহিতাদের সেবা দেওয়ার ক্ষেত্রে তাদের অনেক ভূমিকা রয়েছে। বর্তমান সরকার প্রধান মাননীয় দেশনেত্রী শেখ হাসিনা ডিজিটাল দেশ গঠনে সকলকে আন্তরিকতার সাথে সেবা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

কর্মচারী যারা রয়েছেন সেই লক্ষ্যে কাজ করবেন। উপজেলা পরিষদের পক্ষ থেকে আপনাদের যে দাবী ক্লাব নির্মাণ করে দেওয়ার ব্যাপারে আমরা জোড় চেষ্টা করবো।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান প্রধান, উপজেলা যুবলীগ নেতা মিরাজ খালিদ, প্রভাষক কামরুল হাসান, উপজেলা ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম, মতলব উত্তর উপজেলা সরকারি কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি মো. শাহআলম সরকার, সাধারণ সম্পাদক মো. আবুল খায়ের, জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক সারোয়ার জাহান, উপজেলা কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব আলম মানিক, সাংগঠনিক সম্পাদক মোস্তফিজুর রহমান, সদস্য মো. আরশাদ, মো. ইকবাল হোসেন, মো. মামুন প্রমুখ।

আপনার মতামত লিখুন :