দি ডেইলি পিপলস টাইম পত্রিকার মতলব উত্তর প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন শহিদুল ইসলাম খোকন

প্রকাশিত : ১৪ অক্টোবর ২০২০

স্টাফ রির্পোটার:
ভোরের পাতা গ্রুপ অফ কোম্পানির ‘দি ডেইলি পিপলস টাইম’ পত্রিকার মতলব উত্তর প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন শহিদুল ইসলাম খোকন।  ‘দি ডেইলি পিপলস টাইম’ পত্রিকার প্রশাসনিক বিভাগ থেকে নিয়োগ পত্র প্রদান করেন।
শহিদুল ইসলাম খোকন ১৯৯৮ সাল থেকেই মাসিক পল্লীবার্তা, সাপ্তাহিক প্রিয়ভাষী ও দৈনিক চাঁদপুর কন্ঠ পত্রিকার মাধ্যামে সাংবাদিকতা শুরু করেন। জাতীয় দৈনিক সকালের খবর,, দৈনিক মেঘনা বার্তা, সাপ্তাহিক আজকের মতলব ও সাপ্তাহিক অগ্নি স্বাক্ষীসহ বিভিন্ন পএিকায় কাজ করেছেন। বর্তমানে তিনি জাতীয় দৈনিক ভোরের ডাক ও দৈনিক চাঁদপুর বার্তা পত্রিকার মতলব উত্তর প্রতিনিধি হিসেবে কাজ করছেন।
তিনি বিভিন্ন সংগঠনে সাথে দীর্ঘদিন যাবত অত্যান্ত সততার সাথে কাজ করে আসছেন। তিনি মতলব উত্তর উপজেলার ঐতিহ্যবাহী ৪০ নং ব্রাহ্মণচক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, মতলব উত্তর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি, সৎ সঙ্গ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক, ব্রাহ্মণচক বায়তুল মামুর জামে মসজিদের যুগ্ন-সম্পাদক পদে দায়িত্ব পালন করে আসছেন।
এছাড়াও দীর্ঘদিন যাবত তিনি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও অরাজনৈতিক সংগঠনের সাথে কাজ করছেন। শহিদুল ইসলাম খোকন চাঁদপুর জেলার মতলব উওর উপজেলার ব্রাহ্মণচক প্রধান বাড়িতে জন্মগ্রহন করেন। তার পিতা- মৃত কিতাব আলী প্রধান, মাতা- চানবানু বেগম। তিনি বৈবাহিক জীবনে ৩ সন্তানের জনক। সততার সাথে যেন দায়িত্ব পালন করতে পারে সেজন্য সকলের কাছে সহযোগিতা চেয়েছেন।

আপনার মতামত লিখুন :