চেয়ারম্যান হিসেবে নয়, সেবক হিসেবে কাজ করতে চাই : গাজী সেলিম রেজা
প্রকাশিত : ৭ অক্টোবর ২০২০

মতলব উত্তর ব্যুরো :
মতলব উত্তরের জহিরাবাদ ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী গাজী সেলিম রেজা বলেছেন, ‘নির্বাচিত হলে আমি চেয়ারম্যান হিসেবে নয়, জহিরাবাদ ইউনিয়বাসীর সেবক হিসেবে কাজ করতে চাই।’ বুধবার দুপুর নেদামদী এলাকায় নির্বাচনী গনসংযোগকালে তিনি এ কথা বলেন।
সেলিম বলেন, আমরা ইউনিয়ন পরিষদের কার্যালয়ের সামনে অভিযোগ বক্স চালু করবো। অভিযোগ বক্সের মাধ্যমে ইউনিয়নবাসী যেকোনো সমস্যা এবং অভিযোগ জানাতে পারবেন।
অভিযোগের মাধ্যমে তাদের সমস্যার সমাধান না হলে, সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন ইউনিয়নবাসী। আমার প্রাণের ইউনিয়নকে পরিষ্কার-পরিচ্ছন্নতাসহ সুন্দর ও বাসযোগ্য হিসেবে গড়ে তুলবো। ইউনিয়ন পরিষদের সেবা সার্বক্ষণিক ইউনিয়নবাসীর দোরগোড়ায় পৌঁছে দেবো।
তিনি আরো বলেন, আমাদের এই ইউনিয়নের সমস্যা নিয়ে ইতোপূর্বে কেউ কোনো পরিকল্পনা গ্রহণ করেনি। আমাদের প্রথম পরিকল্পনা ঐতিহ্যবাহী জহিরাবাদ ইউনিয়নকে নিয়ে। এখানে জলাবদ্ধতা নিরসন, রাস্তাঘাটের উন্নয়ন করে আমাদের ঐতিহ্যবাহী ইউনিয়নকে সচল করে তুলবো।