সোনাক্ষীর চমক
প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর ২০২০

করোনা পরিস্থিতিতে বেশিরভাগ সময় বাসাতেই ছিলেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। এ সময় বেশিরভাগ সময়ে বাসায় থেকেছেন। শরীরচর্চা ও সিনেমা দেখাতেই ব্যস্ত ছিলেন তিনি। তবে এখন স্বাস্থ্যবিধি মেনে টুকটাক কাজ শুরু করেছেন। তারই ধারাবাহিকতায় নতুন চমক নিয়ে হাজির হচ্ছেন এ নায়িকা।
এবার করোনা মহামারির এই সময়ে সচেতনতা এবং মানুষকে উজ্জীবিত করতে একটি গানে পারফর্ম করতে যাচ্ছেন সোনাক্ষী। চমকের বিষয় হলো এ গানে সোনাক্ষীর সঙ্গে থাকছেন তার বাবা অভিনেতা শত্রুঘ্ন সিনহাও। বাবা-মেয়ের এই গান বেশ চমক তৈরি করবে বলেই মনে করছেন বলিউড সংশ্লিষ্টরা।
এ ছবিতে তার নায়ক অজয় দেবগান। সোনাক্ষী বলেন, এ ছবির মূলশক্তি হচ্ছে এর গল্প। অত্যন্ত ভালো আয়োজনে করোনার আগে এর শুটিং হয়েছে। বড় আয়োজনে এর শুটিং হয়েছে। বাকি কাজও দ্রুতই সম্পন্ন হবে। আমি আশাবাদী ছবিটি নিয়ে। দর্শকরাও খুব উপভোগ করবেন বলে আমার বিশ্বাস।
এদিকে এ ছবি ছাড়াও সোনাক্ষী খুব শিগগিরই আরো নতুন দুটি ছবির কাজ করতে যাচ্ছেন। এরমধ্যে একটি ছবি পরিচালনা করবেন রেমো ডিসুজা। এখানে তার নায়ক শহীদ কাপুর। অন্য ছবিটি প্রযোজনা করছে যশরাজ ফিল্মস। তারকাবহুল এ ছবিটির কাজ শুরু হবে নতুন বছরে।