‘খলনায়ক’ কোহলির বড় অঙ্কের জরিমানা
প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর ২০২০

প্রথম ম্যাচে জয় দিয়ে ২০২০ আইপিএল মিশন শুরু করেছিলেন ব্যাঙ্গালুরু অধিনায়ক বিরাট কোহলি। আর দ্বিতীয় ম্যাচেই খলনায়কে পরিণত হলেন।
দু’দুবার লোকেশ রাহুলের ক্যাচ ফেলে দিয়ে ম্যাচ হাতছাড়া করেন কোহলি।
৮৩ রানেই থামাতে পারতেন রাহুলকে। ৮৯ রানেও সুযোগ দিয়েছিলেন তিনি।
আর কোহলির ব্যর্থতায় সেই রাহুলের ইনিংস শেষ হয় ১৩২ রানে! শেষ চার ওভারে ৭৬ রান যোগ করে পাঞ্জাব। যার পূর্ণ কৃতিত্ব অধিনায়ক লোকেশ রাহুলের।
এদিকে শুধু ক্যাচ মিসের মহড়াই দেখালেন না, ব্যাটিংয়েও এক রানে সাজঘরে ফেরেন কোহলি।
বলতে গেলে অধিনায়ক হিসেবে সব বিভাগেই ‘ফেল’ করেছেন কোহলি। এসব ব্যর্থতার সঙ্গে যুক্ত হয়েছে জরিমানা।
স্লো ওভার রেটের জন্য ১২ লাখ রুপি জরিমান গুণতে হবে বিরাট কোহলিকে।
বলতে গেলে দুবাইয়ে বৃহস্পতিবার রাতটা বিরাট কোহলির একেবারেই বাজে গেছে।
নিজের ব্যর্থতার জন্যই দল হেরেছে তা ম্যাচ শেষে অবলীলায় স্বীকার করেছেন ব্যাঙ্গালুরু ক্যাপ্টেন।
পুরস্কার বিতরণী মঞ্চে এসে কোন অজুহাত কোহলি অকপটে স্বীকার করেন, ‘সামনে দাঁড়িয়ে এই হারের দায় আমাকেই নিতে হবে। আমরা যদি ওদের ১৮০ রানের মধ্যে বেঁধে রাখতে পারতাম, তাহলে ব্যাটিংয়ে শুরু থেকে এতোটা চাপ আসত না। ওই দুটি সুযোগের ক্ষেত্রে আমার সামনে থেকে দলকে নেতৃত্ব দেয়া উচিত ছিল, এমনকি পরে ব্যাট হাতেও। আমরা পারিনি। এই ভুলগুলো থেকে শিক্ষা নিতে হবে।’
তথ্যসূত্র: টাইমস নাউ নিউজ