অক্ষয় আমাকে ব্যবহার করে ছেড়ে দিয়েছে
প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর ২০২০

বলিউড সুপারস্টার অক্ষয় কুমারের বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ তুললেন তার একসময়ের প্রেমিকা আরেক তারকা অভিনেত্রী শিল্পা শেঠি। তার অভিযোগ, ‘অক্ষয় কুমার আমায় ইচ্ছে করে ব্যবহার করেছে এবং সময়মত অন্য আর একজনকে পেয়ে যাওয়ার পর আমায় ছেড়ে দিয়েছে।’
ভারতীয় একটি সংবাদমাধ্যমে শিল্পা শেঠি জানিয়েছেন, অক্ষয় কুমার যে আসলে তার হৃদয়ের সঙ্গে খেলা করেছেন সেই বিষয়টি মেনে নিতেই তার খুব কষ্ট হয়েছিল। তার সঙ্গে থাকার মধ্যেই অন্য আরেকজনের সাথেও অক্ষয়ের সম্পর্ক ছিলো বলেও অভিযোগ করেন তিনি।
শিল্পা বলেন, ‘আমি ভাবতেও পারিনি আমার সঙ্গে থাকাকালীন আরো একটি সম্পর্ক ছিল অক্ষয়ের। সে আমায় ইচ্ছে করে ব্যবহার করেছে এবং সময়মত অন্য আর একজনকে পেয়ে যাওয়ার পর আমায় ছেড়ে দিয়েছে।
তিনি আরো বলেন, ‘আমি একমাত্র অক্ষয়ের বিষয়ে সত্যিই দুঃখ পেয়েছিলাম। কিন্তু আমি নিশ্চিত ও এই সমস্ত কিছু ফিরে পাবে। অতীত সহজে ভোলা যায় না। তবে আমি খুশি যে আমি খুব তাড়াতাড়ি এগিয়ে যেতে পেরেছি।’ ভবিষ্যতে আর কোনদিন অক্ষয়ের সঙ্গে কাজ করবেন না বলেও জানান শিল্পা। নানা জনের সাথে প্রেমের সম্পর্কের গুঞ্জন থাকলেও শিল্পা শেঠিদের সমসাময়িক আরেক অভিনেত্রী টুইঙ্কল খান্নার সাথেই ২০০১ সালের ১৭ জানুয়ারি বিবাহবন্ধনে আবদ্ধ হন অক্ষয়।