দেশের ১৭ ক্রিকেটারের করোনার নমুনা সংগ্রহ
প্রকাশিত : ৭ সেপ্টেম্বর ২০২০

১৭ ক্রিকেটারসহ ২৪ জনের করোনার নমুনা সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী। সোমবার (৭ সেপ্টেম্বর) ক্রিকেটারদের বাসায় গিয়ে করোনা টেস্টের এই নমুনা সংগ্রহ করা হয়।
দেবাশীষ জানান, আজ ৭ সাপোর্টিং স্টাফসহ মোট ২৪ জনের করোনা পরীক্ষা নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে ১৭ ক্রিকেটার করোনা পরীক্ষার নমুনা দিয়েছেন। তারা রাজধানীতেই অবস্থান করছেন। ২৪ ঘন্টা পর তাদের রিপোর্ট পাওয়া যাবে। যাদের ফল নেগেটিভ আসবে তারা বুধবার (৯ সেপ্টেম্বর) থেকে পুনরায় শেরে বাংলায় অনুশীলন করতে পারবেন।
করোনা পরীক্ষার জন্য মেডিকেল টিমকে দেয়া বিসিবির তালিকায় রাজধানীর বাইরে চট্টগ্রাম, খুলনা, সিলেট ও রাজশাহীর কেউ আছে কি না, এ বিষয়ে তিনি জানান, আমরা আজ শুধু রাজধানী ঢাকায় থাকা ক্রিকেটার ও সাপোর্টিং স্টাফদেরই টেস্ট করিয়েছি।